Skip to main content

ভিড়ের মধ্যে মিশে থাকা এক আটপৌরে নায়ক


চাপে পড়েছে বাংলা? উইকেট হারিয়ে ধুঁকছে? কে উদ্ধার করবে? গত রঞ্জি মরশুমের পর বঙ্গ ক্রিকেটের আনাচেকানাচে কান পাতলে একটা নাম‌ই শোনা যাবে 'রুকুদা'। কে এই 'রুকু' দা?

বাংলা ক্রিকেট সম্পর্কে যারা একটু আধটু জানেন বা খোঁজ খবর রাখেন তারা সকলেই জানেন 'রুকু' হচ্ছে অনুষ্টুপ মজুমদারের ডাকনাম যা এখন সকলের পরিচিত। আর বঙ্গ ক্রিকেটের এই পোড়খাওয়া ব্যাটসম্যানটিই হয়ে উঠেছেন চাপের মুখে বাংলা ক্রিকেটের একমাত্র ভরসা। আইপিএলে কেকেআরে যেমন একটা রাসেল আছে, বাংলা ক্রিকেটভক্তরাও তেমন বলতেই পারেন আমাদের একটা 'রুকু' দা আছে, যে নিশ্চিত হারের মুখ থেকে ম্যাচ জেতাতে পারে প্রিয় বাংলা কে। 

খুব বেশিদিন আগের কথা নয়। প্রথমের দিকে জায়গাও পাচ্ছিলেন না টিমে। তারপর হঠাৎ‌ই যেন জ্বলে উঠলেন তিনি। ম্যাচে দিল্লির বিরুদ্ধে বাংলা চার উইকেটে ১০০, অনুষ্টুপ ৯৯ রানের ইনিংস খেলে তিনশো পার করালেন, কোয়ার্টার ফাইনালে ওড়িশার বিরুদ্ধে বাংলা ৪৬-৪, বঙ্গ ক্রিকেটকুল প্রায় ধরেই নিয়েছে এবারেও শেষ হয়ে গেল সব স্বপ্ন, অনুষ্টুপের ব্যাট থেকে এল ম্যাচ ঘুরিয়ে দেওয়া ১৫৭।  সেমিফাইনালেও ছবিটা বদলায়নি, তারকাখচিত কর্ণাটকের বিরুদ্ধে ৬২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলা। আবারও ত্রাতার ভূমিকায় সেই অনুষ্টুপ। তিনি যেন ক্রিজে নামলেন, দেখলেন এবং হাসি ফেরালেন বাংলার ক্রিকেট অনুরাগীদের মুখে। খাদের কিনারা (৬৭-৬) থেকে তাঁর ১৪৯ নট আউট বাংলাকে নিয়ে গেল জয়ের সরণীতে। ফার্স্ট ইনিংসে বাংলা ৩১২। কিন্তু এত লড়াইয়ের পরেও বহুকাঙ্খিত সেই রঞ্জি ট্রফি বাংলার অধরা থাকলেও বাংলা ক্রিকেট পেল তাঁর এক রক্ষাকর্তা, নিশ্চিত বিপর্যয় আর বাংলা ক্রিকেটের মাঝে বারবার ঢাল হয়ে দাঁড়িয়েছেন যিনি। লোয়ার অর্ডারদের সাথে নিয়ে লড়েছেন বারবার হারার আগে হারবোনা এই মানসিকতা নিয়ে।



২০০৪ সালে অভিষেকের পর কলকাতা নাইট রাইডার্স থেকে পুনে ওয়ারিয়র্স, পুর্বাঞ্চল থেকে ইন্ডিয়া এ, মোহনবাগান থেকে রেল‌ওয়েজ তাঁর ক্যারিয়ার বারবার থমকে গেছে আবার শুরু হয়েছে। হারিয়ে গিয়েও ফিরে এসেছেন তিনি বারবার। প্রিয় বাংলার হয়ে খেলার জন্য রেলের নিশ্চিত চাকরি ছেড়ে এসেছেন অবলীলায়‌। ইন্ডিয়া খেলার‌ও সম্ভাবনা তৈরি হয়েছিল একটা সময়। কিন্তু ভারতীয় ক্রিকেটে তো বঙ্গ ক্রিকেটাররা চিরকালই দুয়োরানির সন্তান হয়েই থেকে গেছে তা সে আপনি যত পারফরম্যান্স‌ই করুন না কেন! কোন‌ও এক অজ্ঞাত কারণে ঝলমলে আইপিএল দুনিয়াও বরাবর ব্রাত্য করে রেখেছে বাংলার ক্রিকেটারদের। 

কিন্তু এসব নিয়ে কোনও আক্ষেপ নেই তাঁর। এসব ভাবায় না তাঁকে। কি অসীম ধৈর্য তাঁর! কি দারুন মনঃসংযোগ! কালারড্ হেয়ারস্টাইল আর ট্যাটুর যুগে শান্ত, ধীর-স্থির এক সাধক যেন তিনি। তারকাসুলভ কোন‌ও হাঁকডাক নেই। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ফ্যান ফলোয়িং নেই। প্রচারের আলোর ঝলকানি নেই। চুপচাপ আসেন, নীরব যোদ্ধার মতো লড়াই করেন, দলকে জেতান, নিঃশব্দে ফিরে যান। বাংলা ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা যেন ছোটায় তাঁকে। বাংলার জার্সিটায় তাঁর একমাত্র মোটিভেশন। আড়ালে থেকেও নায়ক তিনি। 

শুভ জন্মদিন 'রুকু' দা, You have miles to go...

একনজরে অনুষ্টুপের ক্যারিয়ার: 

প্রথম শ্রেণীর ম্যাচ - ৬৪
রান - ৩৪৭০
গড় - ৩৮.৯৮
সর্বোচ্চ - ১৫৭
সেঞ্চুরি - ৯
হাফ-সেঞ্চুরি - ১৮

                                                                   ~ শুভম দে

Comments

Popular posts from this blog

Kaká: An ode to the 'Unfortunate Prince of Football'

'Prince', all those who have read the myth in childhood, are to be acquainted with the word. It would be rare to find a person who has not heard this word even if he has not read the fairy tale. As soon as the word is heard, a very handsome figure wearing a gorgeous dress floats in the corner of the mind. In the fairy tales, the heroism of the prince is unique, as if his presence is manifested all around. Ricardo Izecson dos Santos Leite, commonly known as Kaká or Ricardo Kaká is one such Prince of the beautiful game of Football. But in the history of football Kaká will remain as an unfortunate prince who left with tears in his eyes. One may ask why 'The Unfortunate Prince?' These two incidents are enough to answer that question: AC Milan vs Liverpool. May 25, 2005 Champions League Final. Wonder in Istanbul. Maldini, Kafu, Nesta, Pirlo, Kaká - a cold current of fear would come down the spine as soon as the opponent heard the name of Milan. Milan took a 3-0 lea...

চুনী গোস্বামী: লেজেন্ডস্ নেভার ডাই

          "নয়নসমুখে তুমি নাই            নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই            আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল।" সালটা ১৯৪৫। তীর্থপতি ইনস্টিটিউশনের বছর সাতের ছেলেটিকে স্কুলের ক্রিকেট টিমে নিতে চাইতেন না টিমের ক্যাপ্টেন ও তার সহপাঠী, বুদ্ধদেব গুহ (প্রখ্যাত সাহিত্যিক, 'ঋজুদা' -র স্রষ্টা)। কারণ কি? না তার ধারণা ফুটবলের চেয়ে বেশি কঠিন খেলা খেলতে পারবে না ছেলেটি। একদিন দেশপ্রিয় পার্কে একটা ম্যাচে কিছু ছেলে খেলেনি। সাইডলাইনে বসে খেলা দেখছিল ছেলেটি‌। কিন্তু যখন পরপর উইকেট পড়তে লাগলো তখন বাধ্য হয়ে সেই ছেলেটিকেই ব্যাট করতে ডাকলেন ক্যাপ্টেন। ব্যাট হাতে অপরাজিত ৪৫ রান এবং বল হাতে ৪ টি উইকেট নিয়ে ছেলেটি বুঝিয়ে দেয় ফুটবলের সাথে ক্রিকেটেও সে সমান পারদর্শী। কোচবিহার ট্রফির জন্য বাংলা স্কুল টিমের ট্রায়াল চলছে। ট্রায়ালে উপস্থিত বিখ্যাত সাসেক্স অলরাউন্ডার বার্ট ওয়েনসলি এবং ক্রিকেট ধারাভাষ্যকার পিয়ারসন সুরিতা। ৩০-৪০ জন ছেলের মাঝে ওয়েনসলি বছর চোদ্দোর একটি ছেলেকে লক্ষ্য করলেন এবং ডেকে বললেন "...

It's Not Easy to be Leo!

  On This Day in 1987, Rosario, Argentina Yes, Lionel Messi turns 34 today, you all know that very well. However, when you're celebrating his greatness on this day, Messi can think a while, what he has achieved and lost in this 34 years? He could not bring the World Cup for his country, he may suddenly remember not being able to keep this promise to himself. If you are a football fan, Messi must be a part of your life for a long time. You may remember;  from school to college, when the boundaries of the university have been crossed, beard has grown on Messi's clean shaven face. Messi has cut his long hair, you also started to be aged little by little. Just one thing has not changed, on a weekend night you were thrilled to see Messi magic as before. Seeing those unbelievable free-kicks, your madness has increased day by day. In a life full of brick, wood, sweat and rubbish, when you are tired, you waited for Champions League nights. For the Ronaldo-Messi Clasico over the ...