চাপে পড়েছে বাংলা? উইকেট হারিয়ে ধুঁকছে? কে উদ্ধার করবে? গত রঞ্জি মরশুমের পর বঙ্গ ক্রিকেটের আনাচেকানাচে কান পাতলে একটা নামই শোনা যাবে 'রুকুদা'। কে এই 'রুকু' দা? বাংলা ক্রিকেট সম্পর্কে যারা একটু আধটু জানেন বা খোঁজ খবর রাখেন তারা সকলেই জানেন 'রুকু' হচ্ছে অনুষ্টুপ মজুমদারের ডাকনাম যা এখন সকলের পরিচিত। আর বঙ্গ ক্রিকেটের এই পোড়খাওয়া ব্যাটসম্যানটিই হয়ে উঠেছেন চাপের মুখে বাংলা ক্রিকেটের একমাত্র ভরসা। আইপিএলে কেকেআরে যেমন একটা রাসেল আছে, বাংলা ক্রিকেটভক্তরাও তেমন বলতেই পারেন আমাদের একটা 'রুকু' দা আছে, যে নিশ্চিত হারের মুখ থেকে ম্যাচ জেতাতে পারে প্রিয় বাংলা কে। খুব বেশিদিন আগের কথা নয়। প্রথমের দিকে জায়গাও পাচ্ছিলেন না টিমে। তারপর হঠাৎই যেন জ্বলে উঠলেন তিনি। ম্যাচে দিল্লির বিরুদ্ধে বাংলা চার উইকেটে ১০০, অনুষ্টুপ ৯৯ রানের ইনিংস খেলে তিনশো পার করালেন, কোয়ার্টার ফাইনালে ওড়িশার বিরুদ্ধে বাংলা ৪৬-৪, বঙ্গ ক্রিকেটকুল প্রায় ধরেই নিয়েছে এবারেও শেষ হয়ে গেল সব স্বপ্ন, অনুষ্টুপের ব্যাট থেকে এল ম্যাচ ঘুরিয়ে দেওয়া ১৫৭। সেমিফাইনালেও ছবিটা বদলায়নি, তারকা
Hi, I'm Subham Dey. Welcome to my Sports Blog. Our journey began to the galaxy called 'Sports'. We've miles to go. Stay with your support, blessings and good wishes on this journey. These will lead my blog to it's destination. Thank you.